স্টাফ রিপোর্টার : আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের জেরে রাজধানীর প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
প্রগতি সরণির কুড়িল ফ্লাইওভারের নিচে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা।
জানা গেছে, ইউরো জোন, গাজী টাওয়ার, মোহাম্মদীয়া, ক্ল্যাসিক, কেনিয়া গার্মেন্টসের প্রায় চার হাজার শ্রমিক এই অবরোধে অংশ নিয়েছেন। অবরোধের কারণে বিমানবন্দর সড়কসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় সিনহা ফেব্রিকস নামের এক পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বললেও দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।