স্টাফ রিপোর্টার : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। জামায়াতের এ হরতালে সহিংসতার আশঙ্কায় রাজধানীতে র্যাব ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দিচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ জানান, ঢাকার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে। তারা নিয়মিতভাবে বিভিন্ন রাস্তায় নিয়মিত টহল দেবে।
এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন শহরে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা প্রশাসনের নিদের্শ অনুযায়ী তারা কাজ করবে বলে জানান তিনি।
সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামী নেতা মিরপুরের কসাই হিসেবে পরিচিত আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।