স্টাফ রির্পোটার : রাজধানীর কাফরুল-আগারগাঁও সড়কে প্রাইভেটকারের ধাক্কায় জামিল হোসেন অপু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অপু মগবাজারের আমবাগান এলাকার বাবুল মিয়ার ছেলে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেনিম মিয়া জানান, বিকেলে আগারগাঁও সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন অপু। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।