স্টাফ রিপোর্টার: রাজধানীতে চলছে জামায়াতের ডাকা ঢিলেঢালা হরতাল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। পিকেটিংকালে বনশ্রী এলাকা থেকে আটক দুই পিকেটারকে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, পিকেটিং করার সময় ওই দুজনকে আটক করা হয়। এদের মধ্যে শফিউল্লাহ নামের একজনকে এক বছরের ও আরেকজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া সকালে রাজধানীর মনিপুরের কালশী এলাকায় শিবিরের কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে পল্লবী থানায় নিয়ে গেছে। পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।