স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : গোপন বৈঠক করার সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জামায়াতে ইসলামীর রুকনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত বাদশা ফয়সাল ইনস্টিটিউটেঅভিযান চালায়। এর এক পর্যায়ে পুলিশ জামায়াতের রুকন মোস্তফা কামাল, জামায়াত নেতা মঞ্জুর মোরশেদ, দবিরুল ইসলাম, জালাল আহমেদ, আবদুল মালেক, খোন্দকার আবদুল মোমেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, হাফিজুল ইসলাম ওধনমিয়াকে আটক করে।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘আটক জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ওসরকারকে বেকায়দার ফেলার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’