রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার শিলছড়ি গ্রামের সুজয় চাকমার মেয়ে এলিনা চাকমা (৭) ও একই গ্রামের মিলটন চাকমার মেয়ে জয়া চাকমা (৮)।
স্থানীয়রা জানান, স্কুল শেষ করে বিকেলে বাড়ি ফেরার পথে গ্রামের কাচালং নদীতে গোসল করতে নামে এলিনা ও জয়া। এ সময় নদীর প্রবল স্রোত তাদের দু’জনকে ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ওই নদী থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।