ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ছোটপর্দা | রহস্যে ঘেরা গল্পের নাটকে প্রভা

রহস্যে ঘেরা গল্পের নাটকে প্রভা

বিনোদন ডেস্ক : রাসেল ও রুপা দুজন দুজনকে ভালোবাসে। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। এর পরই রুপাকে অপহরণ করা হয়। পরে রুপাকে পাওয়া গেলেও পলাতক থেকে যায় রূপার হবু স্বামী রাসেল। সে সময়ে রুপার জীবনে উপস্থিত হন রাসেলের বন্ধু পাভেল।

এমনই এক রহস্যে ঘেরা গল্পের নাটকে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে নাটকে এর পরে কী ঘটবে সেটি জানার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়। আগামী ১৬ ডিসেম্বর নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

আসাদুজ্জামান সোহাগের রচনায় ও চয়নিকা চৌধুরী পরিচালনায় নাটকটির নাম ‘হীরার আংটি’। এতে রূপা চরিত্রে অভিনয় করেছেন প্রভা। এছাড়া রাসেল চরিত্রে শিপন মিত্র এবং পাভেল চরিত্রে সজলকে দেখা যাবে।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকের গল্পটি অনেক চমৎকার। গল্পের মধ্যে একটা রহস্য লুকায়িত আছে। এই নাটকে আমার বিপরীতে সজল ও শিপন মিত্রকে দেখা যাবে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’

অন্যদিকে শিপন মিত্র বলেন, ‘চয়নিকা চৌধুরী ও প্রভার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নাটকের গল্পটি রহস্যময়। আমার চরিত্রটিও বেশ মজার। আশা করছি, আমার এবং প্রভার রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...