স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার থেকে তার এই প্রচার কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
দুই দিনে তিনি গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে ঝটিকা সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখবেন।
সুত্র জানায়, রবিবার সকাল ১০টায় গাজীপুরের টঙ্গিতে পথসভায় বক্তব্য রাখবেন সজীব ওয়াজেদ জয়। এরপর সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তায় পথসভা করবেন। গাজীপুরের কর্মসূচি শেষ করে তিনি রওয়ানা দেবেন ময়মনসিংহের উদ্দেশে। ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় আরকে স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।
এখানকার কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে কর্মীসভায় বক্তব্য রাখবেন। ময়মনসিংহে তিনি রাতযাপন করবেন।
এরপর আগামী সোমবার সজিব ওয়াজেদ জয় যাবেন টাঙ্গাইলে। সকাল ১০টায় টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় রানী ভবানী দলে কর্মীসভা করবেন। এরপর বিকেল ৪টায় মির্জাপুরের আব্দুল গণি হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
সেখান থেকে ঢাকা ফেরার পথে বিকেল ৫টায় গাজীপুরের কালিয়াকৈরে পথসভা করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস গণমাধ্যমকে সজীব ওয়াজেদ জয়ের এসব কর্মসূচি কথা জানান।