স্টাফ রির্পোটার : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে সাদ এরশাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত শনিবার হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন হয়। নির্বাচনে এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন সাদ এরশাদ। নির্বাচন কমিশন বুধবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।