রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ডাকাত পুলিশের মধ্যে এক ঘন্টা ব্যাপী গোলাগুলি ও ককটেল বিষ্ফোরন হয়েছে। এসময় গুলিবিদ্ধ ডাকাতসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর রাতে রংপুর-বদরগঞ্জ সড়কের পাকের মাথা এলাকায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১০সদস্যের অস্ত্র সজ্জিত একটি ডাকাত দল ট্রাক বোঝাই চোরাইকৃত বিদ্যুতের ট্রান্সফর্মা নিয়ে যাওয়ার পথে কোতয়ালী থানার টহল পুলিশ ট্রাকটি ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতের ট্রাকটি উপজেলায় পৌছিলে সেখানে ডাকাতরা থানা পুলিশের উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। ঘন্টাব্যাপী গোলাগুলির পর ট্রাক চালক গুলিবিদ্ধ হলে ডাকাতদল বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশন রোডে ট্রাকটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থানার এসআই আবু বক্কর সিদ্দিক ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে ৭জন ডাকাতকে গ্রেফতার করে।আটককৃতরা হলোঃ খুলনা জেলার খালিশপুর আলম নগর গ্রামের ওবায়দুল হকের ছেলে হাসিবুর রহমান (২৫), ময়মনসিং জেলার করিমের ছেলে কবির হোসেন (২৫), একই জেলার তারাকান্দা থানার সাহেদের ছেলে আলী (৩৫), রংপুর জেলার আলেফউদ্দিনের ছেলে মশিউর রহমান (৩১),,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হালিম শেখের ছেলে কামরুল শেখ (৩০), একই জেলার মোতালেব হোসেনের ছেলে গুলিবিদ্ধ বাবুল হোসেন (৩০)। এদিকে দুপুর ১টায় গ্রেফতারকৃতদের বদরগঞ্জ থানা থেকে জেলহাজতে প্রেরণ করা হয়।থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন মামলা হয়েছে, এবং বাকি পলাতক ৩ডাকাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।