স্টাফ রিপোর্টার: রংপুর বিভাগে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটির আট জেলায় এক হাজার ৫১০টি নমুনা পরীক্ষায় করে ৪৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯ জন।
এদের মধ্যে রংপুরে তিন, দিনাজপুরে এক, ঠাকুরগাঁওয়ে তিন এবং কুড়িগ্রামের দুইজন রয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৯ জনে।
অন্যদিকে ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৩৬, ঠাকুরগাঁওয়ে ৮৯, রংপুরে ৮২, কুড়িগ্রামে ৩৮, লালমনিরহাটে ৩৮, গাইবান্ধায় ৩৯, পঞ্চগড়ে ২২ এবং নীলফামারীতে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ডা. জাকিরুল ইসলাম জানিয়েছেন, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা আট হাজার ৪৬৮, রংপুরে পাঁচ হাজার ৯৫৩ এবং ঠাকুরগাঁওয়ে তিন হাজার ২৯৬ জন আক্রান্ত হয়েছেন। বিভাগটিতে সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে এক হাজার ৪৩৮জন।