স্টাফ রিপোর্টার : এদেশের জনগণ সরকারের পাতানো নির্বাচন যে কোনো মূল্যে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার এমপি।
তিনি শুক্রবার বিকালে কুমিল্লার হোমনা উপজেলা সদরের পশ্চিমপাড়া ১নং ব্রিজ সংলগ্ন বালুর মাঠে বিশাল জনসভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর বাবা দেশে একদলীয় বাকশাল কয়েম করে গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন। চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে সংবাদিকদের স্বাধীনতা হরণ করেছিলো ওই সরকার।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গনতন্ত্র চালু করে মানুষকে একদলীয় জিম্মিদশা থেকে মুক্ত করেছিল।
প্রধানমন্ত্রীও তার বাবার মতো দেশে একদলীয় শাসন কায়েম করতে মরিয়া হয়ে গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। কিন্তু দেশের মানুষ শেখ হাসিনার দেশবিরোধী এ ষড়যন্ত্র ও গণতন্ত্র হত্যার নীল নকশা প্রতিহত করবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য।
হোমনা পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হোমনা উপজেলা বিএনপি সভাপতি মাফুজুল ইসলাম মাস্টার, সেক্রেটারি এডভোকেট আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি আলমগীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।