স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার যে কোনও সময় ফোন দেবেন বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ফোনে তিনি আলোচনায় বসার আহ্বান জানাবেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে।
শুক্রবার বেলা বারোটার দিকে একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গত ১৮ অক্টোবর শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য একটি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রধান বিরোধী দল বিএনপির কাছে তাদের প্রতিনিধিদের নাম আহ্বান করেন। এ প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি। এরই মধ্যে জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে বৈঠক হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও আলোচনায় বসবেন। আলোচনার আহ্বান জানিয়ে খালেদাকে সরাসরি ফোনও দেবেন। আর সেটাই এখন হতে যাচ্ছে।