স্টাফ রিপোর্টার : বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনও নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
একাত্তরে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল আলীমের বিরুদ্ধে।
আসামি ও প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থপন শেষে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।
এখন যে কোনো দিন এ মামলার রায় দিতে পারে ট্রাইব্যুনাল।