সিলেট ব্যুরো : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই হবে।
মঙ্গলবার বিকালে সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায় একের পর এক দেয়া হচ্ছে। বিচারের রায় বাংলার মাটিতে হবেই হবে।
তিনি বলেন, যারা একাত্তরে বাংলার মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা-ধর্ষণ চালিয়েছে- তাদের বিচার শুরু হয়েছে। যুদ্ধাপরাধের রায় দেয়া শুরু হয়েছে।
এ বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই হবে। কেউ ঘাতকদের রক্ষা করতে পারবে না।
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ভিন্ন ধারার রাজনীতির ‘সমালোচনা’ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি নতুন ধারার রাজধানী করবেন বলে ঘোষণা দিয়েছেন।
তিনি কি ভিন্ন ধারা চালু করবেন। তিনি নতুন প্রক্রিয়ায় সন্ত্রাস করবেন, দুর্নীতি করবেন। এটাই খালেদা জিয়ার ভিন্ন ধারার রাজনীতি।