ইন্টারন্যাশনাল ডেস্ক : আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরি যুক্তরাষ্ট্রে ছোট পরিসরের হামলা চালাতে আল-কায়েদার প্রতি আহবান জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে পাঠানো এক অডিও বার্তায় জাওয়াহিরি এই আহবান জানান।
অডিও বার্তায় তিনি ছোট পরিসরের হামলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মার্কিন অর্থনীতিতে ধ্বস নামাতে মার্কিন পণ্য বর্জনের কথা বলেন।
আল-কায়েদার ক্রমহ্রাসমান উচ্চাভিলাষ এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব কী অর্জন করতে পারে তার অপেক্ষাকৃত বাস্তবসম্মত বিশ্লেষণ হিসেবে এই অডিও বার্তাকে দেখা হচ্ছে। এতে তিনি এপ্রিল মাসে বোস্টনে চালানো বোমা হামলার প্রশংসা করেছেন। সূত্র : জেডএস