স্টাফ রিপোর্টার : উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের গুলিতে বখতিয়ার আল লতিফ (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। বখতিয়ার ও লেভেলের ছাত্র ছিল। তার বাবার নাম জাহিদ আল লতিফ। তিনি সাজেদা ফিলিং স্টেশনের মালিক।
প্রতিবেশী সোহান জানান, ‘গত রাত ২টার দিকে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত দল দেয়াল টপকে বাসার ভেতরে ঢুকে বাসার সবাইকে হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় বখতিয়ার ঘুমিয়ে ছিল। ডাকাতরা আলমারি ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে। এসময় বখতিয়ার চিৎকার করলে ডাকাতরা তার বাম পাঁজরে গুলি করে।’
‘প্রতিবেশীরা উদ্ধার করে শুক্রবার ভোর ৪টার দিকে বখতিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।