“যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গীতিকবি হাসান মতিউর রহমানের কথায়, মলয় কুমার গাঙ্গুলির সুরে এবং কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিনের কন্ঠে। যে গানটি ইতিহাসে ঠাঁই করে নিয়েছে।
কালজয়ী এই গানটি এবার এলো নতুন আবহে। গান বাংলা টেলিভিশনের কৌশিক হোসেন তাপস এর সংগীতায়োজনে, গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ঐশী, লুইপা, দোলা, অর্নিক, আনিকা, ডোরা, রেশমি, তাশফী, সিঁথি, পূজা, হৈমন্তী, ঝিলিক, কর্নিয়া কৌশিক হোসেন তাপস। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহর থেকেগান বাংলা টেলিভিশন এবং গান বাংলা টেলিভিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফার্জানা মুন্নি।