স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করলেও শাহবাগে জড়ো হওয়া অন্যান্যদের মতো মিষ্টি খেতে রাজি হননি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরপরই উল্লাসে ফেটে পড়ে শাহবাগ আন্দোলনকারীরা। গত ৫ মে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন শুরু হয়।
অবশেষে ফাঁসির রায়ের পর শাহবাগে অনেকে মিষ্টি খান। ইমরানকে মিষ্টি সাধা হলেও তিনি তা মুখে নেননি।
মঞ্চের মুখপাত্র বলেন, অন্তত এক জনের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমি মিষ্টি খাব না।
রায়ের আগে সোমবার রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছিল যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবির আন্দোলনকারীরা। তবে বৃষ্টির কারণে রাতে কর্মসূচি স্থগিত করে।
সকালে পুনরায় অবস্থান কর্মসূচির শুরুতে উপস্থিতি কম থাকলেও দুপুর নাগাদ বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়। বিকাল ৪টায় ‘বিজয়’ মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
রায়ে সন্তোষ প্রকাশ করে ইমরান সাংবাদিকদের বলেন, “দীর্ঘ দিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলাম, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিয়ে আমাদের মনে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে।”