জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর :
মৌলভীবাজারের প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, চ্যানেল আই’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি এমএ সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার সারওয়ার আহমদ ও স্থানীয় দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী হলেন-এনটিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, দৈনিক খবরপত্রের মৌলভীবাজার জেলা প্রতিনিধি শ.ই সরকার জবলু। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙা টিভি’র জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, দেশ টিভি’র জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য ৫ জন, প্রচার প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডভোকেট আব্দুল মছব্বির।