জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে জনসাধারণের মাঝে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার বর্ষসেরা (২০১২) ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২২ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মাননা প্রদান করেন। অসুস্থতাজনিত কারণে নজরুল ইসলাম উপস্থিত হতে না পারায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইউপি সচিব তপন দে চৌধুরী। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম। সম্মাননা সভায় জেলার সকল ইউপি সচিব ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।