জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় একটি হত্যা মামলার রায়ে ৪ অভিযুক্তের মধ্যে ৩ জনের যাবজ্জীবন সাজা ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রশিদ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ রায় প্রদান করেন। মামলা সূত্র জানায়, উপজেলার মাতারকাপন মনু নদী প্রকল্প ব্যারেজে কর্মরত আনসার সদস্য সদর উপজেলার বাউরভাগ গ্রামের জাকির হোসেন (৩৫) কে ২০০৫ সালে তার সহযোগিরা হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মুজাফফর হোসেন বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
দীর্ঘ ৯ বছর পর বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ শেষে উপজেলার আটঘর গ্রামের মশাহিদ খান (৪৫), খলিলপুর গ্রামের সুলেমান হোসেন (৩৪), বৌলাছড়া চা বাগানের মোস্তফা কামাল (৩৩) কে দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। অপর অভিযুক্ত আলমগীর হোসেন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। পিপি ভুবনেশ্বর পুরকায়স্থ টোকন সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান সাজাপ্রাপ্ত আসামী মশাহিদ খান পলাতক রয়েছে।