নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে হত্যা মামলার রায়ে ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, মশাহিদ খাঁন(৪৫), সুলেমান (৩৫) ও মোস্তফা কামাল(৩২)। এ মামলায় অভিযুক্ত মোট ৪জন আসামির মধ্যে আলমগীর হোসেনকে বেকসুর খালাস দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো: আব্দুর রশীদ দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন।
রাষ্ট্রপে মামলা পরিচালনাকারী সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট ভূবনেশ্বর পুরকায়স্থ জানান, ২০০৫ সালে মৌলভীবাজারের মনু ব্যারেজের আনসার ভিডিপি কর্মকর্তা জাকিরকে হত্যা করে লাশ গুম করে রাখা হয়। এঘটনায় নিহতের চাচাতো ভাই মুজ্জাফর হোসেন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামি পে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী, মোহাইমিন আহমদ ও মাহবুবুর রহমান।