নুরুল ইসলাম শেফুল,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাজিরবাজার এলাকায় রোববার দুপুর ১টায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবরের পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হচ্ছেন জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সুলেমান মিয়া (৬২), তার ছেলে হাদিস মিয়া(৩৫), হাদিস মিয়ার নানা ছবর আলী(৭০), মামা জাহাজ মিয়া(৪৫) ও রাতিক মিয়া (৪০)। আহতরা হচ্ছেন হাদিস মিয়ার স্ত্রী সিরাজুনেছা(২৬) ও মামা কোরেশ মিয়া (৫০)। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। প্রত্যদর্শীরা জানায়, সিলেট থেকে একটি হবিগঞ্জ বিরতিহীন বাস মৌলভীবাজার যাচ্ছিল। পথে কাজিরবাজার এলাকায় সিলেটগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন মারা যায়। অপর জন সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষনা করেন।