জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের উদ্যোগে ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রসাশক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী নেতা কামরান আহমদসহ জেলার সকল ব্যবসায়ী ও চেম্বারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রসাশক জানান, আলোচনায় সকলের সম্মতিক্রমে বাণিজ্য মেলা ঈদ ও দুর্গাপূজার পরে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১০০টি স্টল নির্মাণ করে বাণিজ্য মেলা প্রস্তুতির আয়োজন করেছিল মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি।