নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে মৌলভীবাজারে পালিত হয়েছে। পুলিশের বাধার মুখে জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটারদের মাঠে দেখা যায়নি। সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। দুরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও সিএনজি চালিত অটোরিকশা, টেম্পো, মিশুক ও রিকশা চলাচল স্বাভাবিক ছিল।