নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের গুলবাগ এলাকায় চার তলা ভবনের ছাদ থেকে পড়ে সুজন মিয়া (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ছাদ থেকে পড়ে সুজন গুরুতর আহত হয়। রোববার ভোরে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজন গুলবাগ এলাকার বিপুল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সুজন ঘুড়ি উড়াতে ওই ভবনের ছাদে যায়। সন্ধ্যা ৬টার দিকে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সুজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সে মারা যায়।