নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের গণজাগরন মঞ্চের কর্মী ও সমাজতান্ত্রিক ছাত্রফন্টের মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি লিটন দেব নাথ (২৮)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টায় শহরেরর আহমদ ম্যানশনের সম্মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লিটন দেবনাথ রাতে ম্যানশনের সম্মুখে মটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকলে দুৃব্ত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।