নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এম সাইফুর রহমান অডিটরিয়ামে মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী এমপি এ মেলার উদ্বোধন করেন।
আয়কর অফিস মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের কর কমিশনার শোয়েব আহমদ চৌধুরী। মেলায় ৮টি স্টল বসেছে ।