বিনোদন ডেস্ক : মঞ্জুরুল আলম মোহনের কথা ও সুরে দুটি গানে কন্ঠ দিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আবিদা সুলতানা। সম্প্রতি রাজধানীর কাকরাইলস্থ ভিসটেক স্টুডিওতে ১) পিছনে ফেলে আসা দিনের কথা ও ২) ডাকি আমি কাছে যারে শিরোনামে গানগুলোর কন্ঠ ধারণ করা হয়।
গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক রুবেল রহমান। গানগুলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলেরগান মাল্টিমিডিয়ার ব্যানারে খুব শিঘ্রই প্রকাশিত হবে।
উল্লেখ্য, মঞ্জুরুল আলম মোহনের কথা ও সুরে ৪৮ টি গানের অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে কলেরগান মাল্টিমিডিয়ার ব্যানারে। অ্যালবামের অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন রফিকুল আলম, সুবির নন্দী, রোমানা ইসলাম, স্বরলিপি, সৈয়দ আব্দুল হাদী, মাহফুজার, সজল, তানিয়া, অর্পিতা, শ্যামামা, পথিক সবুজ, লিপন, ইউসুফ আহমেদ খানসহ অনেকই।