স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত হলো সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনার। ন্যু ক্যাম্পে লিওনেল মেসির হ্যাটট্রিকে তারা আয়াক্সের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে। ‘এইচ গ্রুপের অপর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ২-০ গোলে হারিয়েছে সেলটিককে।
আগের দিন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকই হয়তো মেসিকে অনুপ্রাণিত করেছিল। ৮০তম ম্যাচে এসে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ৬০, ৬১ ও ৬২তম গোলটি করলেন মেসি। এনিয়ে চারটি রেকর্ড হ্যাটট্রিকও পেলেন আর্জেন্টাইন তারকা।
২২ মিনিটে একক প্র্রচেষ্টায় ফ্রিকিক থেকে দলকে এগিয়ে নেন মেসি। দ্বিতীয়ার্ধে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬৯ মিনিটে জেরার্ড পিকে দলের তৃতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে আয়াক্স একটি সান্ত্বনার গোল পেতে গিয়েও বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসের কারণে ব্যর্থ হয়।
সানসিরোতে আতিথ্য জানিয়েছিল এসি মিলান সেলটিককে। গোলের দেখা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে মিলানকে। অবশ্য উদ্বোধনী গোলটি এসেছে এমিলি ইজাগুইরের আত্মঘাতী গোলে। চার মিনিট পর নিজেদের প্রচেষ্টায় জয় নিশ্চিত করে মিলান। ৮৬ মিনিটে সুলি মুন্তারি গোলটি ক