মোঃ রমজান হোসেন : মুন্সীগঞ্জ থেকে অপহরণের একদিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৩) নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী যুবক মহসিন মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ। রোববার দিনগত মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়। আটক মহসিন চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়া কান্দি গ্রামের জুলহাস বেপারীর ছেলে।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় মহসিন।
এ ঘটনায় শনিবার রাতে অপহৃত স্কুলছাত্রীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের অদুরে জালকুঁড়ি এলাকা থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্ধার্থ সাহা সোমবার দুপুর ১টার দিকে জানান, এ ঘটনায় সোমবার দুপুরে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণকারী যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে।