Home | ফটো সংবাদ | মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস গুরলীনের বেডরুম দৃশ্য

মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস গুরলীনের বেডরুম দৃশ্য

বিনোদন ডেস্ক :  ছবির শুটিংয়ের সময় ২১টি চুমোর দৃশ্যের জন্য ১১৫টি রি-টেক করেছিলেন তিনি। এই খবর ফাঁস হওয়ার পর থেকেই আলোচনায় অভিনেত্রী গুরলীন চোপড়া। খুব শিগগিরই মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘গেম ওভার’। মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল সে ছবির একটি রগরগে দৃশ্য।

১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে খুবই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে গুরলীন চোপড়াকে। সঙ্গে রয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। ভিডিওটি ফাঁস হওয়ার সাথে সাথেই তা ভাইরাল নেটদুনিয়ায়। এতে রাজেশ ও গুরলীনের একটি বেডরুম দৃশ্য রয়েছে।

‘গেম ওভার’ ছবিতেই ক্যারিয়ারে প্রথম এই ধরণের সাহসী দৃশ্যে দেখা যাবে গুরলীন চোপড়াকে। আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে তার ‘গেম ওভার’। এর আগে এই ছবিরই ২১টি চুমোর দৃশ্যের জন্য ১১৫টি রি-টেক নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাচ্ছেন হিরো আলম

স্টাফ রির্পোটার : “হিরো আলম” সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিক আলোচনায় চলে আসা ...

দুই হুমায়ূনই ফারুকের কারিগর

বিনোদন ডেস্ক : বাংলা নাট্য জগতের জনপ্রিয় একজন অভিনেতা ফারুক আহমেদ। প্রয়াত কথাসাহিত্যিক, ...