স্টাফ রিপোর্টার : মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. আওলাদ মারা গেছেন। শনিবার ভোরে মিয়ানমারে তার মৃত্যু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ড. আওলাদ মিয়ানমারের রাখাইন রাজ্যে কনস্যুলার কার্যালয়ের ফার্স্ট সেক্রেটারি ছিলেন।
ড. আওলাদের মরদেহ টেকনাফ স্থলবন্দর দিয়ে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে সূত্রটি জানিয়েছে।