বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলকে সরেই যেতে হচ্ছে। এভ্রিলের বিজয়ের পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা সবখানে আলোচনায় আসে। বিজয়ী এভ্রিল বিচারকদের রায়ে নয় বরং আয়োজকদের পছন্দে নির্বাচিত হয়েছিলেন বলে সমালোচনার সূত্রপাত হয়।
আর এই বিতর্ক নিয়ে আয়োজক, বিচারক, উপস্থাপিকার মধ্যেও মতপার্থক্যের তৈরী হয়েছে। পুরো বিষয়টি নিয়েই এক ধরনের সংশয় তৈরী হয় জনমনে। এদিকে সোমবার থেকেই দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর প্রকাশিত হয়। এই খবরের পর প্রতিযোগিতা নিয়ে আরো বেশি প্রশ্ন উঠে। তাই পুরো বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান করতে চাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
অন্তর শোবিজের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তর শোবিজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।’