ইন্টারন্যাশনাল ডেস্ক : মিশরের আলোচিত প্রধান রাজনৈতিক দল মুসলিম বাদ্রারহুডের রাজনীতি নিষিদ্ধ করেছে দেশটির আদালত। এ নিষেধাজ্ঞার ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতায় আরেকটি পট-পরিবর্তন ঘটলো।
সোমবার দেশটির এক আদালতের বিচারক ঘোষণা করেন, ব্রাদারহুড ও তার সব অঙ্গসংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। একি সাথে আদালত চূড়ান্ত শুনানির আগে সংগঠনটির যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। খবর আল-আহরাম।
এদিকে ব্রাদারহুডের একটি সূত্র জানিয়েছে তার এই রায়ের বিপক্ষে দশদিনের মধ্যেই আবেদন করবেন। মিশরের ৮৫ বছরের পুরনো এ রাজনৈতিক দলটি নিষিদ্ধের জন্য আদালতে মামলা দায়ের করে তাগামমু নামের একটি বামপন্থী সংগঠন।
এর আগে গত ২ সেপ্টেম্বর জঙ্গী গোষ্ঠীর সাথে সম্পৃক্ততার অভিযোগে সরকারের একটি অংশ ব্রাদারহুড নিষিদ্ধ করার দাবি জানায়।
উল্লেখ্য, দলটির প্রধান মোহাম্মদ বাদিই, প্রধান সহকারি খাইরাত আল শাতেরসহ প্রধান সারির নেতারা এখন কারাগারে আটক রয়েছেন।