বিনোদন প্রতিবেদক : কাল রাত এগারোটায় এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘স্ক্যান্ডাল’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা গুহ, নাসিমা খান, আজিজুল হাকিম, শামস সুমন, ডলি জহুর, মাহমুদ সাজ্জাদ, ইলোরা গহর, জয়শ্রী কর জয়া, মীর সাব্বির, রুমানা, আরফান, হোমায়ারা হিমু, স্বাগতা, শাহরিয়ার শুভ, সীমানা, বিনয় ভদ্র, আলিশা প্রধান।
এ নাটকে অন্ধকারে আলো ফেলে অন্ধকারের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে। শোবিজ নামের চোখ ধাঁধানো বিশ্বাস-অবিশ্বাসের দুনিয়ায় স্ক্যান্ডাল খুবই পরিচিত শব্দ। সারাবিশ্বেই শোবিজের সেলিব্রেটিদের নিয়ে স্ক্যান্ডাল নিউজ হয়। পাঠকরা সেই নিউজগুলো গো-গ্রাসে গেলেন বলে মিডিয়ারও এ ধরনের নিউজের ব্যাপারে আগ্রহ ও উৎসাহ প্রবল। কিন্তু এই স্ক্যান্ডাল নিউজ একজন শিল্পীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে, কতটা সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে সেই অকথিত গল্পটা কেউ জানে না। এসব গল্প চিরকালই চারদেয়ালে বন্দি থেকে যায়। এই নাটকে সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিল্পের বাইরে শিল্পীর বেপরোয়া জীবনের করুণ পরিণতিও তুলে ধরা হয়েছে।