সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ০৭নং সুখারী ইউনিয়নের দেওশ্রী দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহেদ আলীর স্ত্রী রহিছা বেগম (৯০) বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকায় সোমবার নিজ বাড়িতে ১২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ শুনে তার ছেলে হক্কু মিয়া (৫৫) ২.৩০ মিনিটে ষ্ট্রোক করায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশ এলাকা থেকে লোকজন এক পলক দেখার ছুটে এসেছে। এতে এলাকায় শোকের মাতব বইছে।