ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আর নেই। সালুস্তিয়ানো সানচেজ-ব্ল্যাজকুয়েজ নামে ওই ব্যক্তি ১১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের এক হাসপাতালে শুক্রবার মারা যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জ্যেষ্ঠ বার্ধক্য বিশেষজ্ঞ রবার্ট ইয়ং একথা জানান।
জিরোমন কিমুরা ১১৬ বছর বয়সে ১২ জুন মারা গেলে সানচেজ-ব্ল্যাজকুয়েজ বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তিতে পরিণত হন।
স্বশিক্ষিত গায়ক এবং কয়লা উত্তোলক সানচেজ-ব্ল্যাজকুয়েজ ১৯০১ সালের ৮ জুন স্পেনের এল তেয়াদো দে বেয়ার গ্রামে জন্মগ্রহণ করেন।
সানচেজ-ব্ল্যাজকুয়েজ বলেছিলেন, তার দীর্ঘায়ুর রহস্য হলো প্রতিদিন একটি করে কলা এবং ছয়টি করে অ্যানাসিন ট্যাবলেট খাওয়া।
যদিও তার মেয়ে বলেছেন, ‘আমি মনে করি তার দীর্ঘায়ুর কারণ তিনি ছিলেন একজন স্বাধীন, একগুঁয়ে লোক।