জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের রাজনগরে এক আলিম পরীক্ষার্থীকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। সে উপজেলার কামারচাক ইউনিয়নের মিঠিপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের পরীক্ষার্থী আল আমীন (১৯)। পারিবারিক ও থানা পুলিশ সূত্র জানায়, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সকালে আল আমীনের চাচাতো ভাইকে প্রতিপক্ষের লোকজন মারধর করলে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মীমাংসা করে দেন। এ মীমাংসা মেনে না নিয়ে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আল আমীন পরীক্ষা দিয়ে বিকেলে বাড়িতে যায়। ওইদিন সন্ধ্যায় জনৈক আরজু মিয়ার মোবাইল ফোন থেকে ফোন করে তাকে খেয়াঘাটে ডেকে নেয়া হয়। এ সময় প্রতিপক্ষ মৃত ফিরোজ মিয়ার ছেলে শাহ আলম (৩৪), শাহজাহান মিয়ার ছেলে সায়েদ মিয়া (১৮) ও সমছু মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (১৯) আল আমীনের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে মারাত্মক আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাজনগর থানার এসআই দৌস মোহাম্মদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।