ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | মাবিয়াকে দেখে সেদিন মাশরাফিও কেঁদেছিলেন

মাবিয়াকে দেখে সেদিন মাশরাফিও কেঁদেছিলেন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ান গেমসে সেরার পদক জেতার পর কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত। তাকে দেখে চোখের পানি ফেলেননি কিংবা মুহূর্তের জন্যও আবেগতাড়িত হননি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া যাবে না।

বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, মাবিয়াকে দেখে সেদিন তিনিও কেঁদেছিলেন। মাবিয়া আখতারের সঙ্গে সোমবার একটি অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি। তিনি বলেন, এখনও স্পষ্ট মনে আছে। তখন আমরা চট্টগ্রামে ক্যাম্পে যাচ্ছি। ফেসবুক অন করে দেখি আপনি (মাবিয়া) কাঁদছেন। প্রথমে বুঝতে পারিনি। পুরোটা জানার পর… গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল। অন্ধকার। মনের অজান্তে আমিও কাঁদছিলাম।

ওয়ানডে অধিনায়ক বলেন, এমন না যে আমি শুধু ক্রিকেট দেখি আমি কিন্তু আপনাদের খেলাও দেখি এবং মনে প্রাণে চাই আপনারা জেতেন। আমিও আপনাদের ফলো করি অন্যান্য খেলাও ফলো করি। হকি খেলা (এশিয়া কাপ) হলো, সাউথ আফ্রিকায় ছিলাম। যদিও ওভাবে দেখা হয়নি তবে রেজাল্ট ফলো করেছি। আমি মনে-প্রাণে চাই আপনারা ভালো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...