Home | সারা দেশ | মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

index9-238x159
মোঃ লিটন মিয়া, মানিকগঞ্জ থেকেঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন
প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে
মানিকগঞ্জে মানববন্ধন, র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০
টার দিকে মানিকগঞ্জ
প্রেসক্লাবের সামনে ঘন্টা
ব্যাপি মানববন্ধন করে বিভিন্ন
সংগঠন। এতে জাতীয় মহিলা
সংস্থা, বাংলাদেশ মহিলা
পরিষদ, গণকল্যাণ ট্রাষ্ট, স্বর্নিভর
মহিলা সংস্থা, খান ফাউন্ডেশন,
কর্মজীবী নারী, ব্র্যাক ও
বারসিকের কর্মকর্তা কর্মচারী
এবং সদস্যরা অংশ গ্রহন করেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
জামিলা খাতুনের
সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা
প্রশাসক অঞ্জনা খান মজলিস,
ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু
জাফর, জাতীয় মহিলা সংস্থা
হাসনা হেনা, মহিলা পরিষদের
হাসিনা আক্তার জগনু ,
অ্যাডভোকেট ফরিদা আহমেদ
কনা প্রমূখ।
পরে শহরের র্যালি শেষে
জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে ছায়াবিথি মঞ্চে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মধ্যপাড়া কঠিন শিলা খনি সারাদেশে পাথর বাজারজাত করতে ৮ রেল স্টেশনে নির্মাণ করা হবে স্টক ইয়ার্ড

মুসলিমুর রহমান, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনির উন্নতমানের ...

অন্তির শুভ জন্মদিন পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ দৈনিক অজানা বার্তার সিনিয়র ষ্টাফ রিপোর্টার, দৈনিক দেশ জনপদ, সময়ের ...