বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বাবা শংকর দীক্ষিত মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে তিনি মারা যান।
শুক্রবারই মাধুরীর বাবার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। এ সময় নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’ থেকে তাকে ছেড়ে দেয়ার প্রস্তুতি নেয়া হয়। ওখানে মাধুরী বিচারকের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, ‘শুক্রবারও শুটিং হওয়ার কথা ছিলো, ক্ন্তিু মাধুরীর পিতার মৃত্যুতে তা বাতিল করা হয়। অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বের অর্ধেক ধারণ করা হয়েছে এবং মাধুরী সম্ভবত বাকি অংশের শুটিং করতে পারবেন না।