মোঃ ওমর ফারুক, মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য। হাত বাড়ালেই অবাধে পাওয়া যাচ্ছে, মদ, গাঁজা, হিরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশার ট্যাবলেট। ইনজেকশন সহ বিভিন্ন ধরনের নেশার উপকরণ। মাদকাসক্ত হয়ে উঠেছে উঠতি বয়সের যুবক-যুবতীরা। একটি বেসরকারী সংস্থার তথ্যমতে উপজেলার পূর্ব-উত্তর, দক্ষিনাঞ্চলের ১১টি ইউনিয়নে মাদকাসক্তের সংখ্যা অর্ধ লাখেরও বেশী। বাংলাদেশ এবং ভারতের স্থল সীমান্ত ২২ কিঃ মিঃ।
খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান সময়ে বৃহত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিরা বেপোয়ারা হয়ে উঠেছে। এসব সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন লক্ষাধিক টাকার মাদক চোরাচোলানের ঘটনা ঘটছে। মাদক পাচারের অন্যতম রুট হচ্ছে ধর্মঘর, মনতলা, চৌমুহনী, শাহপুর, তেলিয়াপাড়া, নোয়াপাড়া, জগদীশপুর ও সাতছড়িসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে আসছে বিপুল পরিমাণ হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য। অপর দিকে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে খাসা, পাট, পিতল, তামা, দস্তা জাতীয় দ্রব্য। আর এসব অপরাধীদের মাঝে রয়েছে শিক্ষিত, মধ্যবিত্ত, ধনাঢ্য পরিবারের ছেলে-মেয়েরা। ভয়াল আগ্রাসনে শুধুমাত্র ছেলেরা যে মাদকাসক্ত হয়ে পড়েছে তা নয়। বর্তমানে মেয়েরাও বিভিন্ন অপরাধসহ মাদকে জড়িয়ে পড়ছে।