মোঃ ওমর ফারুক, মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ছেলেকে অপহরন অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করার পর গতকাল বুধবার রাতে পৌর এলাকায় একটি হোটেলে কর্মরত থাকা অবস্থায় কথিত অপহৃতকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-উপজেলার কড়রা গ্রামের আব্দুল হক ও খুরশেদ আলীর মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে খুরশেদ আলী তার প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে ২ সেপ্টেম্বর বিকালে তার ছেলেকে আব্দুল গনি, আব্দুল হকসহ অন্যান্যরা অপহরন করার অভিযোগ এনে গত ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করে। এ দিকে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস.আই জাহিদুল ইসলাম গতকাল বুধবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে পৌর এলাকার সেমকো সিএনজি সংগ্লন বরকত হোটেলে কর্মরত অবস্থায় কথিত অপহৃত ফরিদ মিয়াকে আটক করে ানায় নিয়ে আসে। আটককৃত ফরিদ পুলিশকে জানায়-তার পিতা গালমন্দ করায় সে বাড়ী থেকে পালিয়ে এসে গত ২২ আগষ্ট পৌর এরাকার বরকত হোটেলে মাসিক ১৫ শ টাকায় চাকুরী নেয়। তাকে কেউ অপহরন করেনি। সূত্র জানায় খুর্রশেদ মিয়া একজন মামলা বাজ হিসেবে এলাকায় পরিচিত।
Home | বিবিধ | আইন অপরাধ | মাধবপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে কথিত অপহরন মামলা হোটেলে কর্মরত অবস্থায় কথিত অপহৃত পুলিশের হাতে আটক