ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | মাদারীপুরে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি

মাদারীপুরে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি

মোঃ আরিফুর রহমান মাদারীপুর প্রতিনিধি : শারদীয়া দুর্গোৎসবের বাকি মাত্র আর কয়টাদিন। এরই মধ্যে মাদারীপুরের ৪টি উপজেলায় ৪১৮টি পূজা মন্ডপে শেষ মুহুর্তে মাটির কাজ শেষে এখন চলছে প্রতিমা শিল্পীদের রং তুলির আচর ও সাজ সজ্জা। গত বছরের চেয়ে এ বছর ১৮টি পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে।প্রশাসন সকল আশঙ্কা দূর করে পূজা নির্বিঘ্নে করতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের আ্শ্বাস দিয়েছে

২৬ শে সেপ্টেম্বর ষষ্টি পূজার মধ্য দিয়ে শুর হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ লক্ষ্যে জেলার ৪টি উপজেলায় ৪১৮টি মন্ডপে প্রতিমা তৈরিতে প্রতিমাশিল্পীদের দম ফেলার ফুরসত নেই। শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্ডপগুলোতে চলছে ব্যাপত প্রস্তুতি ।

তাদের নিপুণ হাতে মন্ডপগুলোতে ইতোমধ্যে মাটির কাজ শেষে রং-তুলির কাজ চলছে জোড়েসোরে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ করার আশা প্রতিমা শিল্পী ও কারিগরদের। আর উৎসবের আমেজ শুরু হওয়ায় খুশি শিশু কিশোরসহ সব বয়সের মানুষ।

সরেজমিনে জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, প্রতিমাশিল্পীরা ইতিমধ্যে কাঁদা মাটি দিয়ে মূল কাঠামো নির্মাণের কাজ শেষ করেছেন। এখনো বাকি রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ। দেবী দুর্গার আগমনে ভক্ত ও শিশুদের আনন্দে ভরে উঠছে প্রতিটি পূজা  মন্ডপের আঙ্গিনা। বিভিন্ন মন্ডপের সামনে চলছে লাইটিং, গেইট, আলোকসর্জা কাজ।

আমগ্রাম এর মিন্টু ঘোষ বলেন বলেন, কয়েকদিন বাদেই শুরু হবে আমাদের সবচেয়ে বড় পুজো। এবার পুজোতে আমরা পরিবারের সবই অনেক মজা করবো। সবকিছু মিলিয়ে এবারের পুজোতে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে।

সদর উপজেলার কলাবড়ি এলাকার সার্বজনীন পূজা মন্ডপের প্রতিমাশিল্পী প্রফুল্ল মন্ডল বলেন,দুর্গা পূজা আমরা এখন অনেক চাপের মধ্যে আছি, মাটির কাজ শেষ করেছি। এখন রংইয়ের কাজ নিয়ে খুব ব্যস্ত আমরা। এ বছর আমি ১২টি পূজো মন্ডপে প্রতিমা তৈরির কাজ পেয়েছি। আমি এবং আমার দুই ছেলে মিলে আশা করছি পুজো সরু হওয়ার আগেই সব কাজ শেষ করতে পারবো।

মাদারীপুর জেলা পূজা উৎযাপন পরিষদের সূত্র জানায়, মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় ১৮টি মন্ডপ বেড়ে এবার ৪১৮টি মন্ডপে উৎযাপিত হবে দুর্গা পূজা। এর মধ্যে সদর উপজেলায় ৬৭টি, শিবচরে ৬০টি, কালকিনিতে ৬১টি এবং রাজৈরে ২৩০টি মন্ডপে অনুষ্ঠিত হবে এই শারদীয় দুর্গোৎসব।

মাদারীপুর জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল বলেন, জেলার সবকয়টি পূজা মন্ডপের লিষ্ট তৈরি করে জেলা প্রশাসনের বরাবর পাঠিয়েছি। সবকয়টি পূজা মন্ডপে উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চাওয়া হয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, দুর্গো উৎসবকে ঘিরে আমাদের পুলিশ প্রশাসনের তিন স্থরের নিরাপত্তার নেয়া হয়েছে। পোষাকে পুলিস,সাদা পোশাকে পুলিশ,এবং ডিবি টিম সহ ম্যাজিস্টেট থাকবে।যদি পুজা চলাকালীন অবস্থায় কেহ অপ্রতিকর অবস্থা সৃষ্টি করে তাকে কঠর ভাবে আইনের আওতায় আনা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...