মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।বুধবার বেলা ১০টায় মাদারীপুর জেলা প্রশাশাসক অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নায়ন অধিদপ্তর এসে শেষ হয়।
পরে যুব উন্নায়ন অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর মাদারীপুর উপ-পরিচালক শেখ মো. নাসিরউদ্দিন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। পরে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ১৬জনকে আত্মকর্মসংস্থানের জন্য ৯ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।