মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে মাটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে রাজৈর থানা পুলিশের এসআই মনির হাসান (৩৫) নিহত হয়েছেন। । এ সময় পুলিশের কনস্টেবল ইউসুব আলী নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে রাজৈর থানার এসআই মনির হাসান ও কনস্টেবল ইউসুব আলী কর্তব্য কাজে থানা থেকে মটরসাইকেল যোগে টেকেরহাট যাওয়ার সময় আলমদস্তার নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এসআই মনির হাসান নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। পুলিশ কনস্টেবল ইউসুব আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থাও আশঙ্কাজনক।নিহত মনিরহাসান ফরিদপুরের কোতয়ালী থানার নিখুরদি গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে।
Tagged with: কনস্টেবল আহত মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত