মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে অবৈধভাবে খাল কালভার্ড ভরাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে মুক্ত করে পানি নিস্কাশনের ব্যাবস্থা করার লক্ষে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করছে মস্তফাপুর ইউনিয়নের হাজার হাজার সচেতন নারী পুরুষ।
মস্তফাপুর থেকে মাদারীপুরের আঞ্চলিক সড়কের পাসের সরকারী খাল ও কালভার্ড, মস্তফাপুর থেকে তাতীবাড়ী পযন্ত ঢাকা- বরিশাল মহসড়কের পাসের সরকারী খাল ও কালভার্ড এবং মস্তফাপুর থেকে বড়ব্রীজ পজন্ত ঢাকা-বরিশাল মহাসড়কর পাসে সরকারী খাল কালভার্ড ভরাট কর কিছু কিছু প্রভাবশালীরা অবৈধ স্থাপনা করে ব্যবসা করছে আর তাতে চরম ভোগান্তি ও পানি বন্ধি হয়ে পড়ছে মস্তফাপুর ইউনিয়র ৪নং ওয়ার্ডের জনগন। একটু পানি হলে আর সেই পানি সরে যাওয়ার কোন ব্যাবস্থা নেই। এমনকি মস্তফাপুর টু মাদারীপুর আঞ্চলিক মহসড়কের মাঝে একটি বড় কালভার্ড সটিক বালু দিয়ে ভরাট করে রখছে প্রভাবশালীরা। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিশাল এক মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করছে মস্তফাপুর পানি বন্ধি হাজার হাজার নারী পুরুষ। এছাড়া এলাকরা গন্যমান্য ব্যাক্তি বর্গ এই মানববন্ধন উপ¯স্থিত ছিলেন।