সুনামগঞ্জ প্রতিনিধি : মাছরাঙা টেলিভিশনের সিলেট এর স্টাফ রিপোর্টার সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকি এবং তাঁর বাসভবনে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় ও সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, বিএনপি নেতা এটিএম হেলাল, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, মাছুম হেলাল, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, শহীদ নুর, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য একটি লুটেরাচক্র শাকিরসহ আমাদের সাংবাদিকদেরকে হুমকি-ধামকি দিচ্ছে, আমরা সাংবাদিক শাকিরসহ সকল নির্যাতিত সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি পাশে আছি পাশে থাকব। এসময় রিপোর্টার্স ইউনিটির মানববন্ধনে একাত্বতা পোষণ করেন মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সামজের প্রতিনিধি, আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।